খেলতে গিয়ে দুই দেয়ালের মাঝে আটকে গেল শিশুর মাথা, তারপর…(ভিডিও)

যেকোনো সময় বিপত্তি ঘটিয়ে বসতে পারে শিশুরা। বিশেষ করে খেলার সময়।

এমনই ঘটনা ঘটল চীনে। খেলতে গিয়ে দুই দেয়ালের মাঝে চীনের এক ছোট শিশুর মাথা আটকে গেল। অবশেষে ফায়ার সার্ভিস কর্মীদের নানা উপায়ে শিশুটির মাথা বেরিয়ে আসে।

জানা গেছে, কীভাবে এই ছোট শিশুটির মাথা এই দুই দেয়ালের মাঝে ঢুকে গিয়েছিল তা কেউ জানে না। কিন্তু পরিস্থিতি বেশ খারাপ ছিল। এমনভাবে শিশুর মাথা আটকে গিয়েছিল যে নড়াচড়া করার কোনো উপায় ছিল না। প্রথমে দেয়াল ভাঙার চেষ্টা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু দেয়ালে সামান্য কম্পনেও ভীষণ ব্যথা পাচ্ছিল মেয়েটি। অগত্যা অন্য উপায়।

শিশুর মাথার পাশ দিয়ে পিচ্ছিল তেল ঢেলে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে মাথাটি বেরিয়ে আসে।
চিকিৎসকরা জানিয়েছেন, দেয়ালের রুক্ষতায় শিশুটির মস্তিষ্কে কিছুটা আঘাত লেগেছে। তবে তা তেমন গুরুতর নয়।

তারা আরো জানান, এ ঘটনায় ভীষণ ভয় পেয়েছে শিশুটি। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সে। এই অবস্থা থেকে তার বের হতে সময় লাগবে।

মনোবিদদের মতে, এই কাজটি করতে হবে শিশুর বাবা-মাকে। সময়ের সঙ্গে সঙ্গে শিশুর মন থেকে এই ঘটনার আতঙ্ক কাটাতে হবে। আবার তাকে খেলতে পাঠাতে হবে। তবে নজরও রাখতে হবে যেন ভবিষ্যতে এমন কোনো বিপদে শিশুটি আর না পড়ে।

https://youtu.be/ScFnD0RltqM

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top