একটা মাত্র কথার কারনেই ভেঙ্গে গেল বিয়ে। তাও আবার কথাটি বলেছেন কনের বাবা বিয়ের অনুষ্ঠানেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বিয়ের আসরে কনের বাবা বলেন, বিয়ের পর তাঁর মেয়ে কোথাও গেলে নিজেই গাড়ি চালাবেন। এতেই রাজি হননি বর। বিয়ে ভেঙে দেন তিনি।
প্রকাশিত খবর অনুযায়ী, সম্বন্ধ দেখার সময়ে কনের বাবার দুটি শর্তে সায় দিয়েছিলেন বর। শর্ত দুটি হল, বর কনেকে ৪০ হাজার রিয়াল পণ দেবেন। দ্বিতীয় শর্ত হল, বিয়ের পরেও কনে চাকরি করবেন।
কিন্তু পাত্রপক্ষ জানায়, গাড়ি চালানোর কথাটি বিয়ের আসরে ভাঙেন কনের বাবা। এই কথাটি আগে বলেননি তিনি।
প্রসঙ্গত, সৌদি আরবে এখনও মহিলাদের গাড়ি চালানোর অনুমতি নেই। ইসলামিক আইন বা সৌদির ট্র্যাফিক আইনে এমন কিছু বলা না থাকলেও এই নিয়মই কঠোর ভাবে মানা হয় সে দেশে। এমনকী, মহিলাদের ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয় না। তবে ২০১৮-র ২৪ জুন থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কনের বাবা বলেছিলেন, নিষেধাজ্ঞা ওঠার পরেই তাঁর মেয়ে গাড়ি চালাবেন। কিন্তু তাতেও রাজি হননি বর।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল