সমকামীদের মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে বাংলাদেশ

সমকামীদের মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ও তার প্রতিবেশী দেশ ভারত। অন্যদিকে, সমকামী কোনো অপরাধ নয়, দীর্ঘ দিন ধরেই তা দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

সে দাবির প্রেক্ষিতেই সমকামীদের মৃত্যুদণ্ডের শাস্তি তুলে দেয়া হোক, এই মর্মে একটি প্রস্তাব আনা হয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। কাউন্সিলের ৪৭ জন সদস্যের মধ্যে ২৭ জন সদস্য মৃত্যুদণ্ড তুলে দেয়ার পক্ষে ভোট দেয়। বাকি ১৩ জন সদস্য ভোট দেয় বিপক্ষে। সেই ১৩ জনের মধ্যে রয়েছে বাংলাদেশ।

তবে সংখ্যাগরিষ্ঠ মানবাধিকারগুলোর আনা প্রস্তাবের স্বপক্ষে অর্থাৎ সমকামীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তুলে দেয়ার পক্ষে ভোট বেশি হওয়ায় প্রস্তাবটি পাস হয়েছে।

বাংলাদেশ ছাড়াও আরো যেসব দেশ সমকামীদের মৃত্যুদণ্ড চেয়েছে তারা হল, ভারত, চীন, বতসোয়ানা, বুরুন্ডি, মিসর, ইথিওপিয়া, ইরাক, কাতার, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top