একটানা ছয় ঘণ্টা পাবজি গেম খেলে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী ওই কিশোর ভারতের রাজস্থানের বাসিন্দা। নাম ফুরকান কুরেশি। সে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এনটিভিটি এক প্রতিবেদনে জানিয়েছে, ফুরকান কুরেশি মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। কুরেশি পরিবার রাজস্থানের নাসিরাবাদের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে কোন মৃত্যুর অভিযোগ জমা পরেনি। ফুরকানের বাবা জানিয়েছেন, পাবজি মোবাইল গেম খেলার সময় ছেলে ‘বোম মারো, বোম মারো’ বলে চিৎকার করছিল। ফুরকানের বাবা আরো বলেন, ‘ছেলে পাবজি মোবাইল গেম খেলায় এতটাই নেশাগ্রস্থ হয়ে পরেছিল যে শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত একটানা এই গেম খেলেছিল’।
‘মাঝে মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে প্রাতরাশ সেরেই আবার টানা ছয় ঘন্টা গেম খেলেছিল ফুকরান।’ বলেন নিহত কিশোরের বাবা।
গেম খেলতে খেলতে অচৈতন্য হয়ে পরার পরে তাকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় হাসপাতালের চিকিৎসক ড. অশোক জৈন বলেন, ‘আমি নার্সিং হোমে ওকে দেখেছি। কোন সারা দিচ্ছিল না। হৃৎপিন্ড থেমে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারিনি।’
লেটেস্টবিডিনিউজ/এনপিবি