সাপকে চিবিয়ে খাচ্ছে কাঠবিড়ালি

কাঠবিড়ালি এবং সাপের মধ্যে যুদ্ধ শুরু হলে আমরা সাধারণত ধরেই নেই বিজয়ী হবে সাপ। যদিও আমাদের সে ধারণা ভুল প্রমাণিত করেছে সম্প্রতি সময়ে ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি কাঠবিড়ালি সাপকে চিবিয়ে খাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লাসালুপ পর্বতমালা ন্যাশনাল পার্ক থেকে ছবিটি তোলা হয়েছিল। ছবিটি তুলেছেন জাতীয় পার্কের কর্মীরাই।

ছবিটি শেয়ার করে তারা লিখেছেন, ‘সাধারণত, কাঠবিড়ালি উদ্ভিদ জাতীয় খাবার, ফল, বাদাম খায়। কিন্তু তাদের বিনয়ী চেহারায় আপনি বোকা হবেন না। কারণ তারা মাঝে মাঝে পাখির ডিম, গিরগিটি, সাপও খেয়ে থাকে।’

ছবিটি অনলাইনে ভাইরাল হওয়ার পর কমেন্টে ৭ হাজার রিঅ্যাকশন দেখা গেছে। আর শেয়ার হয়েছে ৩ হাজার।

এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ‘কাঠবিড়ালি দেখে এখন আমি ভয় পাই।’ আরেকজন লিখেছেন, ‘কাঠবিড়ালি সাপ খায়। তবে তা শুধু টেক্সাসেই।’

Scroll to Top