বর্তমান সময়ে সুন্দর একটা ছবি তুলতে অনেকেই অনেক কসরত করে থাকেন। এজন্য উঁচুতে-নিচুতে দাঁড়িয়ে, শুয়ে-বসে নানান রঙে-ঢংয়ে পোজ দেয়। এতে ছবিটি সুন্দর আসার সম্ভাবনা থাকলেও অনেক সময় বিপদ ডেকে আনে।
ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীর ক্ষেত্রে। ১০০ ফুট উচ্চতা থেকে সামুদ্রিক ভিউসহ ছবি তুলতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে মাইকেল কেইজি নামের তরুণীর।
২১ বছর বয়সী এই তরুণী যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। দেশটির রাজ্য পুলিশ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেইজির প্রেমিক বলেন, ‘উঁচু সেই জায়গা থেকে সে (কেইজি) একটি গাছের ওপর পড়ে।’ কিন্তু ওই গাছের ওপর না পড়লে সে প্রশান্ত মহাসাগরে পড়তেন বলেও জানান তিনি।
তবে কেইজির এমন মৃত্যুতে তার বিশ্ববিদ্যালয় থেকে শোক জানানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেইজি খুব মিশুক প্রকৃতির ছিল। পরিবারের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল ছিল।