সিংহের কামড় খেলেন বোকা খেলোয়াড় (ভিডিও)

কথায় আছে, ‘সিংহের খাঁচায় হাত ঢুকালে কামড় খেতে হবেই!’ বিষয়টি অনেকের জানা থাকলেও রাগবি খেলোয়াড় স্কট বাল্ডুই’এর কানে গেছে একটু দেরিতেই। তা না হলে ওয়েলস’র রাগবি দল ওসপ্রেস’এর অন্যতম সেরা এই খেলোয়াড় কখনোই এ ভুল করতেন না।

সম্প্রতি টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফোন্টেইন’এর অদূরে ওয়াল্টাভরেড’এ ঘুরতে গিয়েছিলেন ইংল্যান্ডের ওসপ্রেস দলের সদস্যরা। ভ্রমণের সময় সেখানকার একটি চিড়িখানায় নিয়ে যান দলের কর্ণধার টেনডি। সেসময় সবাই খাঁচার বাইরে দাঁড়িয়ে সিংহের রূপ উপভোগ করলেও স্কট ছিলেন এককাঠি সরেস।

সিংহকে বিড়ালের সঙ্গে তুলনা করে তাকে আদর করতে এগিয়ে যান তিনি। টেনডি বার বার নিষেধ করা সত্ত্বেও স্কট তাতে কান দেননি। যার ফল পান হাতেনাতে। আর একটু হলে হাতটাকেই হারাতেন স্কট।

আহত অবস্থায় এরপর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সিংহের কামড় খেয়ে ২৯ বছর বয়সী এই রাগবি হুকার বর্তমানে খেলা থেকে দূরে আছেন। অবশ্য এই দুর্ঘটনা শান্ত করতে পারেনি দলের কর্ণধার স্টিভ টেন্ডি’কে। নিষেধ করা সত্ত্বেও দু:সাহস দেখাতে গিয়ে স্কট যা করেছেন তাতে দুর্ঘটনার মাত্রা আরও বাড়তে পারত।

তার মতে, ‘সিংহের সামনে দু:সাহস দেখানো বোকামি ছাড়া আর কিছুই নয়। স্কটের ক্ষেত্রে যা ঘটেছে সে জন্যে সিংহকে দায়ি করা যায় না। বরং নির্বোধ স্কট অত্যন্ত সৌভাগ্যবান যে খারাপ কিছু ঘটেনি।’

আয়োজনের বিষয়ে টেনডি বলেন, ‘সেখানকার পরিবেশ অত্যন্ত ভালো ছিল। খাঁচার কতোটা নিরাপদ দূরত্বে আমাদের দাঁড়াতে হবে সেটাও জানিয়ে দেয়া হয়েছিল। আমার মাথায় ঢুকছে না, স্কট কেনো সিংহের মতো প্রাণীকে বিড়ালের মতো নিরীহ বলে মনে করলেন।’

ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে টেনডি বলেন, ‘জীবনে এমন যাচ্ছেতাই ঘটনা কখনও ঘটেনি। ভাগ্যকে ধন্যবাদ যে সে ভালো আছে। এখন আক্কেল সেলামী হিসেবে কয়েক সপ্তাহ স্কটকে খেলা থেকে দূরে থাকতে হবে।’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top