অপরাধী বা তার পরিবারের প্রতি কোনও আবেগ দেখানো সাজে না। কিন্তু, হাজার হোক, তিনি তো একজন নারী। তাই আদালতে এক বিচারাধীন আসামীর শিশুসন্তানকে খিদের জ্বালায় কাঁদতে দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি চীনের এক নারী পুলিশ। আদালতের কক্ষের বাইরে নিয়ে শিশুটিকে স্তন্যদান করলেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ঘটনার ছবি পড়েছে গোটা বিশ্বে। নারী পুলিশের মানবিক আচরণ হৃদয় ছুঁয়েছে বহু মানুষের। ঘটনাটি ঘটেছে চীনের শাংজি প্রদেশে।
জানা গেছে, সেখানকার একটি আদালতে মামলার শুনানি চলছিল। আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এক নারী। আদালতে কক্ষেই ছিল ওই মহিলার চারমাসের শিশুসন্তান। আচমকাই খিদের কাঁদতে শুরু করে শিশুটি। বহু চেষ্টা করেও কান্না থামানো যায়নি। এরপরই মায়ের অনুমতি নিয়ে শিশুটিকে আদালত কক্ষের বাইরে নিয়ে গিয়ে স্তন্যদান করেন লিনা হাও নামে চিনের এক নারী পুলিশ।
আদালতে কক্ষের বাইরে এককোণে চেয়ার বসে শিশুটিকে যখন স্তন্যদান করছিলেন লিনা, তখন তার ছবি তোলেন তার এক সহকর্মী। পরে ছবিটি সোশ্যাল মিডিয়া পোস্টও করে দেন তিনি। শেয়ার করে ছবিটি সারাবিশ্বে ছড়িয়ে দেন নেটিজেনরা।জানা গেছে, সদ্য মা হয়েছেন লিনা হাও নামে ওই চিনা নারী পুলিশ।
এ বিষয়ে ওই নারী পুলিশ বলেন, ‘আমি নিজে একজন মা। তাই ওই শিশুটির মা কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম। মনে হয়েছিল, শিশুটিকে শান্ত করার জন্য কিছু করা উচিত।’ তার দাবি, তার জায়গায় যদি অন্য কোনও নারী পুলিশ থাকতেন, তাহলে তিনিও একই কাজ করতেন।
জানা গেছে, ওই শিশুটির মায়ের বিরুদ্ধে ভুয়া অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আদালতে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি। তাকে সাজা দিয়েছেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস