বাসের জানালার বাইরে হাত রাখার পরিণাম…

চলন্ত বাসের জানলার বাইরে হাত রাখার মাশুল দিতে হল যাত্রীকে৷ দুর্ঘটনায় ওই মহিলা যাত্রীর ডান হাত বাদ গেল৷ রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের ডিটলে৷ আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে৷ চিকিৎসকরা জানিয়েছেন, ডান হাতের কনুই থেকে বাকি অংশ বাদ গিয়েছে৷  খবর কলকাতা ২৪ এর

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, জখম মহিলার নাম ষষ্ঠী বিশ্বাস৷ তিনি বালুরঘাটের স্বাস্থ দফতরের কর্মী৷ কর্মক্ষেত্রে ফেরার পথে নালাগোলা-ডিটল রাজ্য সড়কে বাসের জানালা থেকে ডান হাতটি বের করে রেখেছিলেন তিনি৷ সেই সময় বেপরোয়াভাবে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে মহিলার হাতের ধাক্কা লাগে৷ ঘটনাস্থলেই তাঁর ডান হাতের কনুই থেকে নিচের অংশ কেটে পড়ে যায়৷ গুরুতর জখম ওই যাত্রীকে বাসের অন্য যাত্রীরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বেপরোয়া ভ্যানের চালক অবশ্য পালিয়ে গিয়েছে৷ তল্লাশি শুরু করেছে পুলিশ৷

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top