ভুবনজুড়ে যখন মায়ের আগমনী গান প্রতিধ্বনিত হয়, সেই ধ্বনির অভিঘাত এসে পড়ে যৌনপল্লিতেও। কিন্তু সেখানে সুখী গেরস্থালি নেই, শারদোৎসবের আবেগে ভেসে চলা নেই। অপেক্ষায় থাকে গৌরী, কবে বাড়ি ফিরবে সে অসুস্থ মেয়েকে নিয়ে যাবে হাসপাতালে।
খবরটি প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা।
সুতীর্থ বসুর ১১ মিনিটের শর্ট ফিল্ম ‘উত্তরণ’এ ধরা পড়ে বাস্তবের এমন একটি ছবি যা ভীষণ চেনা, জানা অথচ মধ্যবিত্ত দিনযাপনের উন্নাসিকতায় যা ঢাকা পড়ে যায়। যৌনপল্লির মেয়ের জীবনে কে-ই বা অসুর, কে বা রক্ষাকর্ত্রী কীভাবে গর্জে ওঠে সে এই নিয়েই আবর্তিত হয় ছবির গল্প। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবটাই সুতীর্থের। সহ-পরিচালনা ও সিনেম্যাটোগ্রাফি অরিত্র সাহার।
সুতীর্থ পেশায় একজন ফোটোগ্রাফার। আর্টিস্টিক ফ্যাশন ফোটোগ্রাফি তাঁর বিশেষত্ব। পাশাপাশি স্বল্পদৈর্ঘের ছবি তোলেন নিয়মিত।
বাংলাদেশ সময় : ২২২৭ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ