মুন্নী সাহার কোলে রোহিঙ্গা শিশু

মিয়ানমার সেনাবাহিনীর ভয়ংকর গণহত্যা-নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা বিপুল সংখ্যক শরণার্থীদের একজন নুরেসাফা। মৃত্যুকে ফাঁকি দিয়ে বাংলার বুকে ঠাঁই নেওয়া নুরেসাফার যখন চারপাশ অন্ধকার তখনই পৃথিবীর আলো দেখলো তার কন্যা সন্তান। আর সেই শিশুকে কোলে নিয়ে ‘জয় বাংলা’ নাম রাখলেন গণমাধ্যমকর্মী মুন্নী সাহা।

মুন্নী সাহা তার ফেসবুকে লেখেন, ‘বালুখালি ক্যাম্পের রাস্তার পাশে ঝুপড়িতে আধাঘন্টা আগেই জন্মনিলো সে। মা, নুরেসাফা। দুই দিন হয় রাস্তায়ই। গণস্বাস্থ্যের নাছিমা আপাকে তার পোশাক দেখে ঝুপড়ি থেকে ডাক দেয়, নুরেসাফার মা।’

‘শিশু এবং মা দুজনেই ঠিকঠাক। প্রসবক্লান্ত নুরেসাফার কাছে জানতে চাই, কি নাম হবে? চোখের ভাষায় আমাকে বললো, তুমি বলো। নাম দিলাম বাংলাদেশ, নাকি জয় বাংলা? দ্বিতীয়টিতে মিষ্টি হাসি মা নুরেসাফার।’

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট থেকে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ অভিযানে এখন পর্যন্ত ৪০০ জনকে হত্যা এবং দুই হাজার ৬০০ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার কথা শিকার করেছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘ জানিয়েছেন, আগস্ট মাস থেকে এ পর্যন্ত বাংলাদেশে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top