ভারতের বেঙ্গালুরুর মহিলারা বর্ষশেষের রাতে গণ শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। ভয়াবহ সে ছবি ছড়িয়ে পড়তেই সারাদেশে তোলপাড় শুরু হয়েছিল। বর্ষবরণের অছিলায় যেভাবে মহিলাদের উপর নিগ্রহ করা হয়েছিল, তা দেশের এক শ্রেণির যুবকের বিকৃত মানসিকতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার হায়দরাবাদে।
উপলক্ষ, গণপতি বিসর্জন। ভাসানের অনুষ্ঠানে গণ লাঞ্ছনার শিকার হলেন মহিলারা। বাদ পড়ল না নাবালিকারাও। হায়দরাবাদ পুলিশের মহিলা বিভাগের পক্ষ থেকে সম্প্রতি একটি ভিডিও সামনে আনা হয়েছে।
জানা গেছে, ৩০ বছর বয়সি এক ব্যক্তি পরিকল্পিতভাবে এ কাজ করেছে। গণপতি বিসর্জনের আনন্দে মাতোয়ারা সকলে। সেই সুযোগ নিয়েই মহিলাদের পিছনে এসে দাঁড়িয়েছে ওই ব্যক্তিরা। কখনও পিছন থেকে মহিলাদের আপত্তিজনক ভাবে অঙ্গস্পর্শ করা হয়েছে। কখনও আবার জল ও ফুল ছেটানোর অজুহাতে মহিলাদের উত্যক্ত করা হয়েছে। এমনকী ভাসানে যোগ দিতে যাওয়া নাবালিকারাও রেহাই পায়নি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাদেরও নানাভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে। পুলিশ অবশ্য এ ঘটনা আগাম আঁচ করেছিল। কড়া নজরদারিও ছিল। তাই হাতেনাতেই ধরা পড়েছে ওই ব্যক্তিরা। তবে তাদের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।
সমাজের সামনে ওই ব্যক্তিদের মুখোশ খুলে দিতেই পুলিশের এই কাজ। তবে এই ভিডিও যেন ফের জানিয়ে দিয়েছে, এ দেশে মহিলারা চূড়ান্তভাবে নিরাপত্তাহীন। যে পোশাকই পরুন এবং যেখানেই থাকুন তাদের রেহাই নেই। এমনকী বিঘ্ননাশক গণপতিও যেন তাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে পারেন না।
https://youtu.be/qxT4KE1Y4mo
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে