সূর্যগ্রহণকে ঘিরে সারা বিশ্বের মানুষের মধ্যেই রয়েছে নানা ভ্রান্তধারণা। অনেকেই মনে করেন, সূর্যগ্রহণ অমঙ্গলজনক। তাই এই সময়ে বিশেষ করে গর্ভবতী নারীদের ঘিরে নানা কুসংস্কার প্রচলিত হয়েছে। আবর অনেকেই মনে করেন, সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু কাটাকাটি করলে তাদের সন্তানের ক্ষতি হয়। এই সময় গর্ভবতী নারীরা ঘুমালে কিংবা কিছু খেলেও ক্ষতি হতে পারে সন্তানের।
তবে বিজ্ঞানীদের বক্তব্য, মানুষের এই ভ্রান্ত ধারণার কোনো ভিত্তি নেই। আর এই কুসংস্কারকে একেবারে উড়িয়ে দিয়েছেন জর্জিয়ার এক নারী।
নিকোল কার্ভার নামের ওই নারী চতুর্থবারের মতো মা হতে চলেছেন। অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন আসন্ন সন্তানের জন্য আলাদা কিছু একটা করতে চান তিনি। কিন্তু সেটা ঠিক কী হবে তা ঠিক করে উঠতে পারছিলেন না। তখনই সংবাদমাধ্যম থেকে জানতে পারেন সূর্যগ্রহণের খবর।
৯৯ বছর আগে হয়েছিল এই ধরনের পূর্ণ সূর্যগ্রহণ। এর পরের বারও হবে ৯৯ বছর পরে। তাই এই সুযোগটাকে হাতছাড়া করতে চাননি নিকোল। ঠিক করলেন আগত সন্তানের জন্য একটা প্রেগনেন্সি ফটোশুট করবেন সূর্যগ্রহণের মধ্যে। তার এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসেন শাশুড়ি।
বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ