ভারতে থাকার মেয়াদ ফুরিয়েছে ২২ জুলাই। তাই, রেসিডেন্স পারমিট নিয়ে বেশ চিন্তায় তসলিমা নাসরিন। বার বার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগ করে আশেনি কাঙ্ক্ষিত জবাব। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তসলিমা নাসরিনের ভাষ্যমতে, তার আমেরিকায় কাজ রয়েছে কিন্তু বার বার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।
বরাবরই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরেছেন তসলিমা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে-ও বহু সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। তবে ভারতে তার ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় তিনি।