গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়ে তরুণী (১৭)। এরপরই তাকে পরিত্যাগ করে প্রেমিক। লোকলজ্জায় মেয়েকে বাড়ি থেকে বার করে দেয় পরিবারও। এরপর রাস্তাতেই ঠাঁই হয় তার। গত ২১ অগাস্ট প্রসববেদনা শুরু হয় তরুণীর। হাসপাতালে নিয়ে গেলে তাকে ফিরিয়ে দেন সেখানকার কর্মীরা। পরদিন সকাল ৫টায় একরকম বাধ্য হয়ে রাস্তাতেই সন্তানের জন্ম দেয় সে। ভারতের ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসাওয়ান জেলার ঘটনা।
জানা যায়, প্রসবের বেশ কিছুক্ষণ পরও রক্ত মাখা অবস্থায় রাস্তায় পড়ে ছিল মা ও সন্তান। তখনও কাটা হয়নি নাড়ি। দুজনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে চার দিক থেকে ইঁট দিয়ে ঘিরে দেন একজন।
হাসপাতালের সামনেই এই কাণ্ড ঘটলেও চিকিৎসকরা জানিয়ে দেন, অভিভাবক না থাকায় ভর্তি নেওয়া যাবে না ওই মহিলাকে। এরপর স্থানীয়রা হাসপাতালে গিয়ে আর্জি জানালে ওই তরুণীকে ভর্তি নেওয়া হয়। নিজেদের ভুল স্বীকার করেছেন নার্সরা।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে