বর্ষাকালে সহজে জামাকাপড় শুকানোর উপায়

বর্ষাকালে সহজে জামাকাপড় শুকানোর উপায়
জামাকাপড় শুকানো - প্রতীকী ছবি

বর্ষাকালে জামাকাপড় শুকানো অনেকটা অসস্তিকর ব্যাপার। ‌একটানা কিংবা থেমে থেমে বৃষ্টি হলে খোলামেলা জায়গার বদলে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামাকাপড় শুকাতে হয়। বর্ষায় ভালো করে জামাকাপড় শুকায় না বলে একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকে। এতে জামাকাপড়ে দুর্গন্ধ হয় আবার ছত্রাকও হানা দেয়। এই মৌসুমে কাপড় শুকানো নিয়ে আর বেশি ভাবতে হবে না। অনুসরণ করতে হবে সহজ কিছু কৌশল তাহলেই এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে।

বর্ষায় জামাকাপড় ধোয়ার পর বার্থরুম বা ওয়াশরুমের স্ট্যান্ডে কিছুক্ষণ পানি ঝেড়ে ঝুলিয়ে রাখুন। এরফলে কাপড়ে থাকা অতিরিক্ত পানি ঝড়ে যাবে। এর থেকে আরও একটা লাভ হবে। তা হল জামাকাপরে ভাঁজ পড়বে না। এবং শুকিয়েও যাবে খুব সহজেই।

যদি হাতে সময় থাকে একটু তাহলে ভেজা কাপড় তোয়ালেতে ভালো করে পেঁচিয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে বা তার উপর ভারী কিছু রেখে দিন। এই পদ্ধতি কাপড়ের বাড়তি পানি তোয়ালে শুষে নেবে। আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনার কাপড়।

একটি বিরক্তিকর বিষ হল, বৃষ্টির কারণে উঠানে বা ছাদে জামাকাপড় শুকানোর কোনও সুযোগ থাকে না অনেকেরই। তখন ঘরের মধ্যেই কাপড়জামা মেলে দিতে হয় বাধ্য হয়ে। সেই জন্য এমন একটি ঘর বেছে নেবেন যেখানে পরিবারের লোকজন যাতে কম যাতায়াত করে। না হলে বারবার জামাকাপরে হাত-পা লাগলে সেটা গুটিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ফলে শুকোতে অনেক সময় নেয়।

ঘরে কাপড় শুকাতে প্রথমেই দড়ি টাঙিয়ে নিন। দড়িতে কাপড় ছড়িয়ে না দিয়ে হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। জায়গাও কম লাগে এতে। কাপড় তাড়াতাড়ি শুকিয়েও যায়। এছাড়াও কিন্তু স্ট্যান্ড পাওয়া যায়, সেগুলিও কিনে নিতে পারেন। কাজে লাগবে ভালোই।

আরও তাড়াতাড়ি জামাকাপড় শোকাতে হলে ঘরে ফ্যান চালিয়ে দিতে পারেন। হাওয়ায় তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাবে। কিন্তু ঘর নোংরা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়।

ঘরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে, একটি বাটিতে কিছুটা নুন নিয়ে ঘরের এক কোণায় রেখে দেবেন। এতে আর্দ্রতা লবণ শুষে নেবে। জামাকাপড় সহজেই শুকিয়ে যাবে।

প্রয়োজনে ভেজা কাপড় আয়রন দিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখবেন, কাপড়টা যেন খুব ভেজা না হয়। কিছুটা শুকিয়ে গেলে তারপর হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন করুন।