কড়া সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে বিয়ার পান করেন মাঁখো। আর এতেই তোপের মুখে পড়েছেন তিনি।
খবরে বলা হয়েছে, প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে গত শনিবার ফাইনাল ম্যাচটি হয়। এতে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। সেখানে ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন মাঁখো। এরপর ম্যাচ শেষ হলে তিনি চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন।
ফ্রান্সের বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের উদ্যাপনে অংশ নেন মাঁখো। সে সময় তাকে এক বোতল বিয়ার হাতে নিতে দেখা যায়।
এরপর ৪৫ বছর বয়সী মাঁখো তা মাত্র ১৭ সেকেন্ডে সাবাড় করেন। ক্যামেরার সামনে এভাবে বিয়ার পান করায় তার সমালোচনা চলছে।
এ নিয়ে দেশটির গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইটে লিখেছেন, এটি রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ। এ ছাড়া দেশটির চিকিৎসক ও আসক্তি বিশেষজ্ঞ উইলিয়াম লোভেনস্টাইন বলেন, মাঁখো ক্যামেরার সামনে যা করেছেন, তা ঠিক হয়নি।
সংবাদ সূত্রঃ গার্ডিয়ান