পরিবহন ধর্মঘটের মধ্যে বিয়ের আয়োজন করে বিপাকে এক যুবক। তিনি কনের বাড়িতে পৌঁছাতে সারারাত হেঁটেছেন। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও হাঁটতে হয়েছে।
বরের পরিবারের এক সদস্য বলেন, পরিবহন ধর্মঘট থাকায় কোনো উপায় ছিল না আমাদের। আমরা সারারাত হেঁটে কনের বাড়িতে পৌঁছাই।
ভারতের ওড়িশা রাজ্যের রায়গড়া জেলায় ঘটেছে এমন ঘটনা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বরের বাড়ি রায়গড়ার সুনাখান্দি গ্রামে। সেখান থেকে কনের বাড়ির দূরত্ব ২৮ কিলোমিটার দূরের দিবলাপদুতে। পরিবহন ধর্মঘটের মধ্যে গাড়ির ব্যবস্থা না করতে পারায় বৃহস্পতিবার রাত থেকে বর ও তার পরিবারের সদস্যরা হাঁটা শুরু করেন। তারা কনের বাড়িতে পৌঁছান শুক্রবার সকালে। সেদিন সকালেই বিয়ে সম্পন্ন হয়।
এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বরের পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, একরাত হেঁটে বিয়ে বাড়িতে পৌঁছালেও ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত তারা আর বাড়ি ফিরবেন না।
ইন্স্যুরেন্স, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে বুধবার থেকে ওড়িশায় পরিবহন ধর্মঘট ডেকেছে দ্য ড্রাইভার একতা মহাসংঘ নামের চালকদের একটি সংগঠন। এরইমধ্যে রাজ্য সরকারের প্রতিরশ্রুতিতে এই ধর্মঘট ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
সংবাদ সূত্রঃ এনডিটিভি