বিয়েতে বর পক্ষের উপহার বউয়ের ওজন সমান স্বর্ণ!

বিয়েতে বর পক্ষের উপহার বউয়ের ওজন সমান স্বর্ণ!
আগত অতিথিদের সামনে বউকে ওজন মাপার যন্ত্রে বসিয়ে তার সমপরিমাণ স্বর্ণ প্রদান করা হচ্ছে - সংগৃহীত ছবি

সবাইকে বিয়ের অনুষ্ঠানে তাক লাগালেন বর পক্ষের পরিবার। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী কনের ওজন পরিমাণ স্বর্ণ উপহার দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার দৃশ্য শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

পাকিস্তানের ওই পরিবারটি বিয়ের আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে।

এতে আগত অতিথিদের সামনে বউকে ওজন মাপার যন্ত্রে বসিয়ে তার সমপরিমাণ স্বর্ণ প্রদান করা হয়।

ওই বিয়ের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কনে। তার বিয়ের পোশাক থেকে শুরু করে তার গহনা, সবার নজর কাড়ে। তবে বিয়েতে আগত অতিথিরা বউয়ের ওজন পরিমাণ স্বর্ণ প্রদানকে ভালোভাবে নেয়নি। কেউ কেউ একে যৌতুক বলে মন্তব্য করেছেন।

সংবাদ সূত্রঃ নিউজ টোয়েন্টিফোর