মোবাইল চুরির পর ক্ষুব্ধ হয়ে চোরকে মাইক ভাড়া করে গালি

বাড়ি থেকে পান ব্যবসায়ী ফয়েজ মিয়ার দুটি মোবাইল চুরি হয়ে যায়। তিনি একটি স্মার্ট ও একটি ফিচার ফোন হারিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন। এরপরই মাইক ভাড়া করেন। তারপর সেই মাইকে চোরকে গালিগালাজ করতে থাকেন ফয়েজ মিয়া।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। এমন মাইক ভাড়া করে চোরকে গালি দেওয়ার ঘটনা এরই মধ্যে জেলায় চাউর হয়েছে। এ ঘটনাকে অনেকেই অভিনব প্রতিবাদ বলেও উল্লেখ করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা ফয়েজ মিয়ার ভৈরবে পৌর শহরের ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয় গত ৯ ফেব্রুয়ারি। পরদিন ফয়েজ মিয়া ক্ষোভে, অভিমানে ও দুঃখে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন।

মাইকে গালাগাল করার ২৫ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

৬৫ বছর বয়সি ফজল মিয়া জানান, তার চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন ও একটি ফিচার ফোনের বাজারমূল্য ১৭ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগী ফয়েজ মিয়া জানান, তিনি গরিব মানুষ। ক্ষুদ্র পান ব্যবসায়ী। দুটি মোবাইল চুরি হয়ে যাওয়ায় তিনি চরমভাবে আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন।

তিনি বলেন, ‘তাই জেদ ও ক্ষোভে মাইক ভাড়া করে এনে নিজের ক্ষোভ মেটাতে ইচ্ছামতো …. চোরদের গালিগালাজ করেছি।’

ফয়েজ বলেন, ‘কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব হতাশা ও কষ্টের কারণে আমি এ কাজ করতে বাধ্য হয়েছি।’

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। পরে তার সঙ্গে যোগাযোগ করেছি। তাকে থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’