যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছোট্ট এক ইঁদুর দীর্ঘায়ুর জন্য জায়গা করে নিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বুধবার (৮ ফেব্রুয়ারি) গিনেজ কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে এ ব্যাপারে। তারপরই রেকর্ডের খাতায় পাকাপাকিভাবে প্রাণীটির নাম উঠে যায়।
মূলত মানুষের কাছে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা ইঁদুর হিসেবেই এ রেকর্ড গড়েছে সে। আরব নিউজের প্রতিবেদন বলছে, ইঁদুরটির নাম প্যাট। প্রাণীটির বয়স ৯ বছর ২০৯ দিন। রীতিমতো বয়সের সনদও রয়েছে তার। সে সনদ দিয়েছে স্যান ডিয়েগো জু ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্স।
২০১৩ সালের ১৪ জুলাই স্যান ডিয়েগো চিড়িয়াখানাতেই জন্ম হয়েছিল প্যাটের। প্যাসিফিক পকেট মাউস প্রজাতির এ ইঁদুরটি উত্তর আমেরিকার সবচেয়ে ছোট প্রজাতির ইঁদুর। এক সময়ে বড় পরিসরে দেখা মিললেও, এখন সংখ্যায় অনেক কমে এসেছে এ প্রজাতি।
মাঝখানে বিলুপ্ত বলেও ধরে নেওয়া হয়েছিল। পরে ১৯৯৪ সালে এ প্রজাতির কয়েকটি ইঁদুর পুনরুদ্ধার হয়। কিন্তু এখনও এ প্রজাতিটিকে বিপন্ন হিসেবেই গণ্য করা হয়ে থাকে।
সংবাদ সূত্রঃ আরব নিউজ