হিরো হতে গিয়ে পেলেন \’বিশ্ববোকার তকমা\’

হয় তো তারা ভেবেছিলেন হিরো হবেন। উল্টে পেলেন বিশ্ববোকার তকমা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডগলাস বন্দরে কুমির ধরার খাঁচায় ঢুকে, খাঁচার উপর উঠে, নানান ভঙ্গিমায় ছবি পোস্ট করেছিলেন ৪ যুবক। সেই ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় সোশাল মিডিয়ায়।

ডগলাসশায়ারের মেয়র জুলি লিউয়ের বিস্ময়কর মন্তব্য, ওই ৪ জনের কাজ অর্বাচীনের মতো এবং বিপজ্জনক। হয় তারা বর্ষসেরা অথবা শতাব্দীর সেরা বোকামির পুরস্কার পেতে চাইছেন। কুইন্সল্যান্ডের পরিবেশমন্ত্রী স্টিভেন মাইল্স বলেছেন, যুবকদের কাজ সম্পূর্ণ অবৈধ এবং বোকামির নামান্তর। কারণ ওই খাঁচায় যে মাংস রাখা আছে তা কুমির ধরার জন্য।

ঘটনায় তদন্ত শুরু করেছে কুইন্সল্যান্ড পরিবেশ এবং হেরিটের সুরক্ষা দফতর। দোষী প্রমাণিত হলে প্রত্যেককে ১৫,০০০ অস্ট্রেলিয় ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে। প্রসঙ্গত, ওই জায়গাতেই কয়েক সপ্তাহ আগে এক বৃদ্ধাকে টেনে নিয়ে গিয়েছিল ৪.৩ মিটারের একটি কুমির। দু’সপ্তাহ পর ডগলাস বন্দরের দক্ষিণে মাওব্রে নদীতে খাঁচা পেতে সেটিকে ধরা হয়। এখনো ওই অঞ্চলে আরো বড় কুমির আছে কিনা তা খুঁজতেই ফাঁদ পাতা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৪ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top