কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভৈরবের নুরুল ইসলাম নৌকার প্রতি ভালোবাসা প্রকাশ করে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন।
নৌকার প্রতি ভালোবাসা জানিয়ে বৃদ্ধ নুরুল ইসলাম চুল কেটে মাথায় নৌকা প্রতীক ফুটিয়ে তুলে ভোটারদের কাছে ভোট চাইছেন। আজ বুধবার সকালে নগরীর ১১ নং ওয়ার্ড ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল (পুরুষ) কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।
জানা যায়, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০ বছর ধরে নুরুল ইসলাম চুল কেটে মাথায় নৌকা প্রতীক ফুটিয়ে তুলেছেন। সুযোগ পেলেই তিনি ছুটে যান নৌকার পক্ষের যেকোনো প্রচারণায়। নৌকার টানে এবার তিনি ছুটে এসেছেন কুমিল্লায়।
নুরুল ইসলামের দাবি, আওয়ামী লীগকে তিনি মনে-প্রাণে ধারণ করেন। ভালোবাসেন নৌকা প্রতীককে। এজন্য নিজের মাথায় নৌকা আকৃতির চুলের কাটিং দিয়েছেন।
কুসিক নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।