পাবনার সাঁথিয়ায় বকন বাছুর দিচ্ছে দুধ!

অবিশ্বাস্য হলেও সত্য, সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে ১৪ মাসের বকন বাছুর প্রজনন ছাড়াই দুধ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সাঁথিয়ার মাহমুদপুর তায়জাল মোল্লার ছেলে কৃষক আজমত মোল্লা একটি বকন বাছুর পোষে। ১৪ মাসের ওই বকন বাছুর কয়েকদিন ধরে দুধ দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষক আজমত মোল্লা বলেন, \”কিছুদিন থেকে বাছুরটির হাঁটাচলা ও খাওয়া অস্বাভাবিক মনে হচ্ছিল। তার দুধের বানগুলো ফুলে উঠেছিল। আস্তে আস্তে বানগুলো টানতে থাকলে দুধ বেড়িয়ে আসে। ৮/১০ দিন ধরে প্রতিদিন প্রায় এক লিটার দুধ হচ্ছে।\”

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার পরেশ চন্দ্র জানান, এমনটি হরমোনজনিত কারণে হতে পারে।

Scroll to Top