সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, মহামারি করোনার ভ্যাকসিন বিক্রির মাধ্যমে নব্য বিলিয়নেয়ার হয়েছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা। বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ চার বিলিয়ন ডলার বা চারশ কোটি ডলার।
এদের মধ্যে রয়েছেন মার্কিন কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী স্টেফানে ব্যানসেল এবং জার্মান প্রতিষ্ঠান বায়োন্টেকের উগুর সাহিন। এছাড়াও চীনের ক্যানসিনো বায়োলজিক্সের তিন সহপ্রতিষ্ঠাতা, মডার্নার চেয়ারম্যান, দুই বিনিয়োগকারী এবং ভ্যাকসিন বাজারজাতকরণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও এই তালিকায় রয়েছেন।
ভ্যাকসিন উৎপাদনের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে বিলিয়নেয়ার হয়েছেন মডার্না, বায়োন্টেক এবং ক্যানসিনো বায়োলজিক্সের ৯ কর্মকর্তা। চলতি বছরের প্রথম তিন মাসে বায়োন্টেকের মোট মুনাফা ১ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে, বছরের প্রথম তিনমাসে মডার্নার আয় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
এদিকে, করোনা মহামারির সময়ে এত বিপুল সম্পদের অধিকারী হওয়ায় বিশ্বে বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে বলে মনে করছেন সমাজকর্মীরা। সাধারণ মানুষের অর্থ দিয়ে তৈরি ভ্যাকসিনের একচেটিয়া ব্যবসার মাধ্যমে বিলিয়নেয়ার হওয়াকে অন্যায্য বলেই মনে করছেন তারা।