বয়স মাত্র দুই বছর। তবে দেখতে বেশ নাদুদ নুদুস। স্থানীয়রা নাম দিয়েছে কালা। জঙ্গল থেকে সে মাঝে মধ্যেই চলে আসতো লোকালয়। হতে পারে খাবারের অভাবে বা লোভে।
আর লোকালয়ে যখন সে আসতো তথন ভয়ে শিটিয়ে থাকতো মানুষ। কেননা সে ইতোমধ্যে দুইজন মানুষকে তার পেটে চাল করেছে।
তবে মানুষ তার বিরুদ্ধে নিষ্ঠুর হয়নি। বন বিভাগের অধীনেই তাকে আটক করে ফের ছাড়া হয় জঙ্গলে। কিন্তু জঙ্গলে তার মন টেকেনি। সে আবার লোকালয়ে হানা দিয়েছে। আবার মেরেছে দুইজন মানুষকে। আহত করেছে আরও চারজনকে।
এবার আর তাকে ছেড়ে দিতে চায় না মহারাষ্ট্রের মানুষ। তাদের কথা, বাঘ তুমি, বনের রাজা হতে পারো। কিন্তু তুমি মানুষ শিকার করবা, আর মানুষ তোমাকে ছেড়ে দেবে?
না, মানুষ তাকে ছাড়ছে না। এবার তাকে হত্যার অনুমতি দিয়েছে ভারতের মহারাষ্ট্রের একটি আদালত।
তবে মহারাষ্ট্র আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা ডক্টর জেরিল বানইত।
স্থানীয় পশু অধিকার রক্ষার সংগঠনগুলোও দাবি জানিয়ে আসছে, বাঘটিকে হত্যা না করে, অজ্ঞান করে অন্য কোনো জঙ্গলে নিয়ে ছেড়ে দিতে।
তবে কালা কিন্তু মানুষের মধ্যে প্রতিদিনই আতঙ্ক ছড়িয়েই যাচ্ছে। বন বিভাগ বলছে, তাকে খুঁজেও পাওয়া সহজ না। কারণ সে প্রায় তিশ বর্গ মাইলের একটা জঙ্গলে থাকে। গত ২৯ জুলাইয়ের পর থেকে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবে মাঝে মধ্যে সে আক্রমণ কিন্তু চালিয়েই যাচ্ছে।
বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ