অস্ট্রেলিয়ায় জলপ্রপাত পানির নীচে নয়, উঠছে উপরে (ভিডিও সহ)!

প্রকৃতিতে কখন কী ঘটে বুঝা বেশ মুশকিল। প্রকৃতির বৈচিত্র্যময় রূপের যেন শেষ নেই । সম্প্রতি অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলো অস্ট্রেলিয়া। দেশটির রয়্যাল ন্যাশনাল পার্কের একটি জলপ্রপাতের পানি নীচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত খারাপ আবহাওয়া ও প্রবল বেগে বাতাসের কারণে এই ঘটনা ঘটেছে। অবাক করা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়।

জানা যায়, যেদিন এই বিস্ময়কর ঘটনাটি ঘটে সেদিন রয়্যাল ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর জেরেই জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরে উঠছিল।

\"Waterfall

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনা ঘটে, যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস ধাক্কা মারে সরাসরি জলপ্রপাতে। সেই বাতাসের বেগই পানিকে নীচের দিকে নামতে বাঁধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানেই সেই ঘটনায় ঘটেছে।

এই ঘটনার ছবি জাতীয় উদ্যানের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।

ভিডিও দেখতে ক্লিক করুন

Scroll to Top