ব্রিটেনে কর্মজীবীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে মিনি ক্যাব বা টেক্সি ড্রাইভার এটি দি অ্যাপ ড্রাইভার্স এন্ড ক্যারিয়ার্স ইউনিয়নের গবেষণায় উঠে এসেছে। এর পরই রয়েছেন ডাক্তার, নার্স বা ফ্রন্ট লাইন ওয়ারকাররা। যারা সব সময় করোনা রোগীদের সংস্পর্শে থেকেছেন তাদেরই মৃত্যু বেশি হয়েছে। টেক্সি ড্রাইভাররা তাদের মধ্যে অন্যতম।
ডিপার্টম্যান্ট ফর ট্রান্সপোর্ট ইংল্যান্ড এর মূখপাত্র পারসন মি মার্রাট বলেন, “দু:খজনক হলেও সত্য টেক্সি ড্রাইভাররা সরকারি বিধি নিষেধ ঠিকমত নেমে চলে না। যদি সরকারি নিয়ম নীতি ফলো করতো তা হলে মৃত্যুর সংখ্যা আরও কম হতো”।
কুইন মেরী ইউনিভার্সিটির সোসালিস্ট প্রফেসর মার্ট উলিয়াম বলেন, “টেক্সি ড্রাইভারদের মুখ দেখলেই বিষন্নতা নেমে আসে, এদের করোনাভাইরস জীবানু মোকাবিলা করার কোন ইকুইপমেন্ট নাই”। নিজেদের প্রটেকশন তো নাই ই কাস্টমার বা প্যাসেঞ্জারদেরও কোন প্রটেকশন দেয় না,”।
সরকারিভাবে পরিস্কার গাইড লাইন বা ঘোষণা দেওয়া আছে। টেক্সি ড্রাইভারকে অবশ্যই পিপিই ব্যবহার করতে হবে। মুখে মাক্স পরতে হবে। হাতে গ্লাভস অথবা স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। প্যাসেঞ্জারকেও মুখে মাক্স গ্লাভস বাধ্যতামূলক। অনেক ড্রাইভার নিয়ম নীতি না মানার ফলে করোনাভাইরসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।