না ফেরার দেশে চলে গেছেন বিশিষ্ট সৌদি ধনকুবের সালেহ আবদুল্লাহ । সোমবার তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সৌদি আরব ভিত্তিক বহুজাতিক সংস্থা ডালাহ আল-বারাকা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন সালেহ আবদুল্লাহ কামেল। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন তিনি।
প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সালেহ আবদুল্লাহ কামেলের মৃত্যুর খবর জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, পবিত্র রমজান মাসে শেষ ১০ দিনের মধ্যে মারা গেছেন কামেল।
সৌদি আরবের মিডিয়া জানিয়েছে, কামেল আরব বিশ্বে ইসলামী ব্যাংকিং ও মিডিয়ার পথপ্রদর্শক ছিলেন।
স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন কামেল।তাঁর
আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ২.৩ বিলিয়ন ডলার।
: আনাদুলু এজেন্সি