করোনা: বিড়াল আক্রান্ত হলে দেখা দেয় না উপসর্গ!

প্রাণঘাতী করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। এরই মধ্যে মার্কিন একদল গবেষক জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ এক বিড়াল থেকে অন্য বিড়ালের শরীরে হতে পারে! ভয়ংকর ব্যাপার হচ্ছে, বিড়াল করোনায় আক্রান্ত হলেও এদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় না। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

গবেষকরা তাদের ল্যাবে তিনটি ভিন্ন বিড়ালকে করোনায় আক্রান্ত করেন। আর তিন দিন পরেই তাদের নিজেদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়। আক্রান্ত বিড়ালটি যখন একটি সুস্থ বিড়ালের সঙ্গে কিছু দিনের জন্য মিলিত হয়, তখনই সেই সুস্থ বিড়ালটির শরীরে করোনা সংক্রমণ ঘটে।

তবে এই গবেষণায় কোনো পশুর শরীরেই অস্বাভাবিক তাপমাত্রা বা ওজন হ্রাসের মতো কোনো উপসর্গ দেখা দেয়নি। জানা যায়, নিউইয়র্কে করোনা আক্রান্ত হওয়া প্রথম দুটি বিড়ালের মাঝে হালকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা গিয়েছিল। যদিও সেই দুটি বিড়ালই এখন পুরোপুরি সুস্থ। এছাড়া ব্রোনক্স চিড়িয়াখানায় আটটি সিংহ ও বাঘের করোনা পজিটিভ হয়েছিল।

তবে বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ এর বিস্তারে বিড়াল কোনো ভূমিকা রাখছে এমন কোনো প্রমাণ নেই।

Scroll to Top