সরকারি পুকুর থেকে মাছ চুরি, বিএনপির নেতাকে অব্যাহতি

জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) দুপুরে জামালপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে ওই নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকালে জামালপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার সাদেক মিয়ার ছেলে আপেল মাহমুদ জেলেসহ ১০ থেকে ১২ জন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের ভেতরের পুকুরে জাল দিয়ে মাছ ধরা শুরু করেন। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা পুকুর পাড়ে গিয়ে তাকে মাছ ধরতে নিষেধ করেন। এসময় ওই বিএনপি নেতা পাউবো কর্মকর্তা ও কর্মচারীদের কথায় কর্ণপাত না করে উল্টো তাদের বিভিন্নভাবে হুমকি দেন ও খারাপ আচরণ করেন।

পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। কিন্তু তার আগেই ওই বিএনপি নেতা পুকুরের মাছ ধরে নিয়ে যান। এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, তিন মাস আগে পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পুকুরের মাছ খুব বেশি বড় হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে খবর পাই আপেল নামের এক ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ আমরা কয়েকজন পুকুরপাড়ে যাই। কিন্তু এর আগেই তারা মাছ ধরে নিয়ে চলে যান। তবে তখন পুকুর পাড়ে ওই নেতা ও তার লোকজন ছিলেন। এসময় ওই নেতা কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দেন।

তিনি আরও বলেন, এর আগেও পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে তিনি (আপেল) এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘১৪ বছর অমুকরা খাইছে। এখন আমি পুকুরে মাছ ছাড়বো।’ তখন আমি অনুমতি দেইনি। সরকারি পুকুরে আমরা মাছ ছাড়বো বলে তাকে জানিয়ে দিয়েছিলাম। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত বিএনপি নেতা আপেল মাহমুদ বলেন, সরকারি পুকুরে আমি মাছ অবমুক্ত করেছি। মাছ ধরা এবং ছাড়া নিয়েতো কোনো সমস্যা নাই।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শনিবার বিকেলে আপেলকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা দলীয়ভাবে বসে স্থায়ী অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নেবো।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, পানি উন্নয়ন বোর্ডের পুকুরে মাছ চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।