নাটোরের বাগাতিপাড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিংড়া উপজেলার খেজুরতলা গ্রামের এক দোকান থেকে তিনজন এবং বাগাতিপাড়া উপজেলার হাটদল গ্রামের নিজ বাড়ি থেকে আরেক তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণেরা হচ্ছেন বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতন পাড়ার মেহেদী হাসান (২০), উপর হাটদল গ্রামের মেহেদি হাসান রনি (২২) ও রাজীব হোসেন (২৩) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল গ্রামের গোলাম মোস্তফা (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেহেদী হাসান। এর সূত্র ধরে প্রায় এক মাস আগে রাতে তিনি ওই তরুণীর বাড়িতে দেখা করতে যান। একপর্যায়ে ওই ঘরে প্রবেশ করেন মেহেদীর তিন বন্ধু রনি, রাজীব ও গোলাম মোস্তফা। তাঁরা মেহেদী ও ওই তরুণীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তরুণীকে ধর্ষণ করেন। তবে মেহেদী ওই তরুণীকে বিয়ে করবেন বলে আশ্বাস দেওয়ায় তিনি ঘটনাটি গোপন রাখেন। ভুক্তভোগী তরুণী গতকাল বাগাতিপাড়া থানায় গিয়ে মেহেদীসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত হয়েছে। মামলার চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে।