লক্ষ্মীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ।
লক্ষ্মীপুর : রায়পুরে চুরির অপবাদ দিয়ে আবুল কালাম (৪০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঞ্চনপুরে গতকাল এ ঘটনা ঘটে। আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউল্লা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন।
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে ধারণা পুলিশের।
কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে শামীম আজাদ শফিক (৫০) নামে এক ব্যক্তির লাশ গতকাল ভোরে উদ্ধার করেছে পুলিশ। শফিক দোহার উপজেলার মোহাম্মদ আলী বেপারীর ছেলে।
বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় গণপিটুনিতে রাসেল শেখ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাসেলের নামে বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।