এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে উপজেলার কুতুবপুরের মুন্সীর বাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি এক্সপ্রেসওয়ের মুন্সীর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হন তিনজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি রেলিং ভেদ করে খাদে পড়ে যাওয়ায় অনেক যাত্রী আহত হয়েছেন। নিহত হয়েছেন কি না, এখনো নিশ্চিত নই। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

এলাকাবাসী বলছে, বৈরী আবহাওয়ায় সড়ক, মহাসড়কে যানবাহন চলাচলের ন্যূনতম গতিসীমা মানা হচ্ছে না। কুয়াশা বা বৈরী আবহাওয়ায় সামনের কিছু একেবারে দেখা না গেলে যানবাহন চালানো একেবারে বন্ধ রাখার কথা বলা আছে; কিন্তু সেই নির্দেশনা কেউ মানছেন না।

Scroll to Top