ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফেনী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় ২৬টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, দুপুরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীন অলিনগর ও চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসকের আহ্বানে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬টি মেশিন ও সরঞ্জামাদি জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ টাকা। জব্দ এসব মেশিন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা। এতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ২০ সদস্য, সেনাবাহিনীর ১০ সদস্য বিশিষ্ট টহলদল, ছাগলনাইয়া থানার ৭ জন পুলিশ সদস্যের টহলদল অংশ নেয়।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানান তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে ১, ৯ ও ২৮ ডিসেম্বর ৩টি অভিযানে মোট ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

Scroll to Top