নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ মিলের একপাশে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করে তারা। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এসময় আড়াই হাজার ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোনো শ্রমিক আটকা পড়েনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে, এখন পর্যন্ত জানা যায়নি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
উল্লেখ্য, আগুনে পুড়ে যাওয়া জাহিন স্পিনিং মিলটির মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের।