নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরঘাসিয়ার জনতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে জনতা বাজারের ৭টি দোকানে থাকা মূল্যবান মালামাল, নগদ অর্থ পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা জানায়, শীত থাকায় চরের ব্যবসায়ীরা রাত ৯টার দিকে দোকান-পাট বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ৩টার দিকে জনতা বাজারের আশপাশের লোকজন বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
কিন্তু সেই চেষ্টা কোনো কাজে আসেনি। মুহুর্তেই আগুনে বাজারের একটি ফার্মেসী, একটি মুদি ও বিভিন্ন মালামালের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় মো. সুজন নামের একজন বাসিন্দা জানান, এটি বিচ্ছিন্ন চর হওয়ায় যাতায়ত ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনার পর পর বেশি মানুষ এগিয়ে আসতে না পারার কারনে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। চরে বিদ্যুৎ, ফায়ার সার্ভিস কিছুই নেই।
আগুনে যে পরিমান ক্ষতি হয়েছে এতে সরকারি সহযোগিতা ছাড়া চরের ব্যবসায়ীদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি।