সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়ানোসহ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘হিলি সীমান্তে বিজিবি সবসময় সতর্কাবস্থায় রয়েছে যা আগেও ছিল এখনও রয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে সীমান্তে জনবল বাড়ানো হয়েছে সেই সঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সবসময় সতর্কাবস্থায় রয়েছি বলেও জানিয়েছেন তিনি।’