কুতুবদিয়া দ্বীপে পৌঁছেছেন বঙ্গোপসাগরে অপহরণ হওয়া ১৯ জেলে

বঙ্গোপসাগরে অপহরণ হওয়ার ৪ দিন পর দ্বীপে ফিরেছেন কুতুবদিয়ার ১৯ জেলে। রোববার (১০ নভেম্বর) দুুপুরে তারা কুতুবদিয়া দ্বীপে ফেরেন। এর আগে, সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

যোগাযোগের একপর্যায়ে নিখোঁজ ওই জেলেরা সকালে পরিবারকে জানায়, তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকে তারা সাগরে ভাসছিলেন।

নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সাথে এতোদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানায় জেলেদের পরিবারের সদস্যরা।

গত বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ ১৯ জেলে জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মাঝি। পরে তাকে অন্য একটি ট্রলারে তুলে দেয়া হয়।

একপর্যায়ে গুলিবিদ্ধ মাঝিকে দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে সেই ট্রলারে উঠে পড়ে। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল মাঝিকে বহন করা সেই ট্রলারটি চালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান।

Scroll to Top