ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাচা সড়ক মেরামত করার টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি তেরকান্দা গ্রামের বাসিন্দা নয়নসহ কয়েকজন একটি কাচা সড়কে মাটি ফেলে সংস্কার করেন। গতকাল মঙ্গলবার সড়ক মেরামতের কথা বলে জুয়েল নামে এক অটোরিকশা চালকের কাছে জনপ্রতি ধার্য করা ১০ টাকা চান নয়ন। এ সময় জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে দুইপক্ষ মীমাংসায় বসলেও কোন সমাধান হয়নি। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতেই ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জেরে আজ বুুধবার সকালে দুই পক্ষ আবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Scroll to Top