ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কটূক্তিকারীদের কঠিন শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
এদিন ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে সমবেত হন বিক্ষোভকারীরা। পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে গিয়ে সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশেও ইসলামী বিদ্বেষ ছড়াচ্ছেন। তিনি ভারতের বিভিন্ন নেতাদের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে।
সমাবেশে বক্তারা সম্প্রতি ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই এবিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর অনুরোধও করেন তারা।