সুনামগঞ্জে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে কোরবান আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মো. ধন মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, দুপুরের দিকে বালুপাথর শ্রমিক কুরবান আলীর কাছে একই গ্রামের মোহাম্মদ আবেদীন সিগারেট চায়। এ সময় সিগারেট না দেয়ায় তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবেদীন বাঁশ নিয়ে কুরবান আলীর মাথার পিছনে আঘাত করে। এতে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে কোরবান আলী। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কুরবান আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিক মিয়া বলেন মৃত অবস্থায় এক যুবক কে নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।