du4

হাতিরঝিলে সাংবাদিকসহ আহত ৩০

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর হাতিরঝিলে পুলিশের ছররা গুলিতে সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অবস্থান করছেন। সেখানে বিপুল সংখ্যক পুলিশও অবস্থান করছে। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

তারা জানান, ওই সংঘর্ষে পুলিশ ছররা গুলি ছোড়ে। এতে চারজন সাংবাদিকসহ অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন।

এদিকে মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার নিয়ে এসে তাদের উদ্ধার করে র‌্যাব।

আন্দোলনকারীদের একজন ই্স্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ সংবাদকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বাড্ডা-রামপুরা সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় আন্দোলনকারীদের। কয়েকঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এরপর শিক্ষার্থীরা ধাওয়া দিলে পুলিশ সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভেতরে অবস্থান নেয়। এরপর খবর পেয়ে র‌্যাব এসে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে। কুড়িল থেকে রামপুরা সড়ক এখন শিক্ষার্থীদের দখলে রয়েছে।

Scroll to Top