দিনাজপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরে কোটা সংস্কারের দাবিতে কলেজ মোড় এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়। এক পর্যায়ে রাস্তায় বসে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পরে কলেজ মোড়ে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ আহতের ঘটনা ঘটে।