ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও কোটাবিরোধী আন্দোলনকারীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় ৪টি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বিকাল তিনটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা। এতে বহু শিক্ষার্থী আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে এই মুহূর্তে ছাত্রলীগের বহু শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে লাঠি সোটাসহ অবস্থান নিয়েছেন। ঘটানাস্থলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
দুপুরের পর সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।