স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা উচিত। তাদের কিছু বলার থাকলে আদালতে বলা দরকার। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধন ও আলোচনা
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অবরোধে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আন্দোলনকারীরা যদি মানুষের কষ্টের কথা শুনতেন, তাহলে তারা বুঝতে পারতেন অবরোধে মানুষ কী ভাবছে।
তিনি বলেন, প্রধান বিচারপতির কথার পর শিক্ষার্থীদের আন্দোলন করার আর প্রয়োজন নেই। তারা আদালতের মাধ্যমেই তাদের কথা জানাতে পারেন।
ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবনসহ ১১টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
এতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঞা। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার আব্দুর রব।
বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধ ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের
বীরত্বপূর্ণ ভূমিকা উপজীব্য করে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, পোষাক, তৈজসপত্র রাখা হয়েছে। এছাড়া চিত্রকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন পুলিশের ভূমিকা, করোনা মহামারিসহ নানা দুর্যোগে পুলিশের তৎপরতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মাহমুদুল হাসান সুমন, এ বি এম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আঃ মালেক সরকার, মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, চেম্বার সভাপতি আমিনুল হক শামীম, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।