কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ বিভিন্ন নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার (০১ জুলাই ) বিকেল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘উজানে বৃষ্টি হওয়ায় কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলাসহ নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে তিস্তার পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে জেলায় স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।’
জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ-নদীর চর-দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। ফলে বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে নদী তীরবর্তী মানুষ।
থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার মমেনা বেওয়া বলেন, ‘বাড়ির চারদিকে পানি। একদিকে নদী ভাঙছে অন্যদিকে পানি বাড়ছে।’
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।