trawler

বুড়িগঙ্গায় পুড়ে যাওয়া তেলবাহী ট্রলারে ফের আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আবারও আগুন লেগেছে। এর আগে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে পুড়ে যাওয়া ট্রলারটিতে আবারও আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি স কাজ করছে। এর আগে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন কাজ করে।

ঘটনার বর্ণনা দিয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিল। ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।

বিস্ফোরণে আশপাশের মসজিদ, বাসাবাড়ি সংলগ্ন থানা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

Scroll to Top