jahid

আওয়ামী লীগ এমপির আইফোন ‘চুরি’

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহম্মেদের ব্যক্তিগত আইফোন চুরি হয়েছে। রোববার (২৩ জুন) সিংগাইর উপজেলায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে তার মোবাইল ফোনটি হারিয়ে যায়।

জানা যায়, রোববার সন্ধ্যায় সিংগাইর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কেক কাটার সময় এমপির ব্যক্তিগত আইফোনটি হারিয়ে যায়।

এমপির ব্যক্তিগত সহকারী দেওয়ান মাহাবুবুর রহমান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহম্মেদ। এ সময় তার ব্যক্তিগত আইফোনটি পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ চুরি করে নিয়ে গেছে। পরে এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।’

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের আইফোন চুরির বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছে।’

Scroll to Top