sunamgonj

সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ জুন) পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

টানা বর্ষণ এবং উজানের ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ অবস্থায় জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও নিলাদ্রী লেকে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাতে তাহিরপুর উপজেলার এসব পর্যটনকেন্দ্রে পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, বারেকটিলা, শিমুল বাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব পর্যটন স্পট বন্ধ থাকবে।

এদিকে বন্যা পরিস্থিতিতে সিলেটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও পান্থুমাইসহ সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Scroll to Top